Unknown Unknown Author
Title: মাথা না কেটে পা কাটা ।
Author: Unknown
Rating 5 of 5 Des:
গোপাল বলে- সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্য দলে যোগ দিয়েছিল। গোপাল ও দুএকজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্...












গোপাল বলে- সে কৃষ্ণচন্দ্রের সভায় যোগ দেওয়ার আগে সৈন্য দলে যোগ দিয়েছিল। গোপাল ও দুএকজন সৈন্য একদিন তালগাছতলায় বসে নিজেদের বীরত্বের বড়াই করছিল। তখন নবাবী আমল বলে যুদ্ধও মাঝে মাঝে করত হল নাইলে চলত না। প্রথম সৈন্য গোপালকে বললে, সেবার যুদ্ধে তুইকটা সৈন্যকে মারতে পেরেছিলি, না পারিসনি? গোপাল ঢোক গিলে বলল, জানিস তো আমী ভীষণ সাহসী ও বীর, লড়াই হতে হতে শত্রুরা যখন পালাচ্ছে তখন আমি সাহসের সঙ্গে অগ্রসর হয়ে তরোয়ালের আঘাতে পাঁচজন শত্রু সৈনের পা কেটে ফেলেছিলুম। দ্বিতীয় সৈন্যঃ আগে মাথা না কেটে পা কাটলি কেন? গোপালঃ মাথা থাকলে তো মাথা কাটব? মাথা না খুঁজে পেয়েই তো পা কেটে ফেলেছিলুম। তাদের মাথা যে আগেই কেউ কেটে ফেলেছিল। তাই মাথা না পেয়ে পা কেটে উড়িয়ে দিলাম, শত্রু খতম করতে না পারলে যে চাকরী থাকতো না বাছাধন।




About Author

Advertisement

Post a Comment

 
Top